‘ভেকধারী শয়তানের সাথে তর্কে জড়ালে শেষ’

খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, ভদ্রতার ভেক ধরে থাকা শয়তান অনেক বেশি বুদ্ধিমান। তার সঙ্গে কারো তর্কে জড়ানো উচিত নয়। যদি কেউ তর্ক করে, তা হলে সে শেষ হয়ে যাবে।

ভ্যাটিকানে এক টেলিভিশন ভাষণে শয়তানকে নিয়ে এমন সতর্কবার্তা জানান পোপ।

তিনি বলেন, শয়তান কোনো কল্পিত চরিত্র নয়, বরং এটি একটি সত্যিকারের সত্ত্বা এবং মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান।

পোপ আরও বলেন, শয়তানের মধ্যে ক্ষতিকর অনেক ক্ষমতা রয়েছে। সে কোনো ধোঁয়ার কুণ্ডলী নয়। বাস্তবে শয়তান একটি সত্ত্বা।

খ্রিস্টান ধর্মগুরু বলেন, আমি নিশ্চিত হয়ে বলছি- কারো কখনও উচিত না শয়তানের সঙ্গে আলাপ বা তর্কে জড়ানো। যদি জড়ান, তাহলে আপনি শেষ হয়ে গেলেন।

তিনি বলেন, শয়তান আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। এবং আপনাকে উল্টে দেয়ার ক্ষমতা রাখে। শয়তান সব সময় ভদ্রতার ভেক ধরে, এবং এভাবে আপনার মনে জায়গা করে নেয়।

পোপ বলেন, যদি আমরা সময়মতো বুঝতে না পারি যে, শয়তান আমাদের মধ্যে প্রবেশ করেছে, তা হলে পরিণতি খুবই ভয়াবহ হয়।

Scroll to Top