মঙ্গলবারের ভূমিকম্পে বিহারে নিহত ১০

শক্তিশালী ভূমিকম্পে বিহারে ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২ মে) দুপুর ১টা ৭ মিনিটে অনুভূত এই ভূমিকম্পে একযোগে কেঁপে ওঠে নেপাল, বাংলাদেশ ও ভারত। নেপালের কোদারিতে ভূমিকম্পের কেন্দ্রস্থলে এর মাত্রা ছিলো রিখটার স্কেলে ৭ দশমিক ৪। ভূ-পৃষ্ঠ থেকে ১৮.০৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

এ ঘটনায় ভারতের বিহারে ১০ জন নিহত হয়েছেন বলে জাতীয় গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশনের (এনআরডিএফ) দুর্যোগ ব্যবস্থাপণা বিভাগের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

বিহারের আনন্দ বাজারের দানাপুর এলাকায় একজনের ওপর দেয়াল ধসে পড়ায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। প্রদেশের মহুয়া এলাকায় অপর এক মেয়ে শিশু নিহত হয়েছে বলেও জানা গেছে।

নিহত বাকি ৮ জন সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে, ভূমিকম্পের পরপরই নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর ‘ত্রিভূবন’ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Exit mobile version