মধ্যপ্রাচ্যে ঈদ বৃহস্পতিবার, বাংলাদেশে শুক্রবার

মধ্যপ্রাচ্যে ঈদ বৃহস্পতিবার, বাংলাদেশে শুক্রবার

এ বছর সৌদি আরবে ৩০টি রোজা হচ্ছে। মঙ্গলবার কোথাও চাঁদ দেখা না যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
গলফ নিউজ এক খবরে সৌদি কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, চাঁদ দেখা না যাওয়ায় আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে সৌদি আরবে।

প্রতিবছর সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসেবে শুক্রবার বাংলাদেশে ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি।

তবে দেশের কোনো কোনো এলাকার মানুষ সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদ উদযাপন করে থাকেন।

Exit mobile version