মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্রের ওপর যুক্তরাষ্ট্রের ডালাসে আয়োজিত সম্মেলনে গোলাগুলিতে দুজন নিহত হয়েছে। সম্মেলনকক্ষের বাইরে দুজন বন্দুকধারী ফাঁকা গুলি ছোড়া শুরু করে। পরে নিরাপত্তারক্ষী এবং পুলিশ তাদের ওপর গুলি চালালে এই দুই বন্দুকধারী নিহত হন।
ডালাসের গারল্যান্ডে কার্টিস কালওয়েল সেন্টারে মহানবীর ব্যঙ্গচিত্রের ওপর সম্মেলন আয়োজন করা হয়। গোলাগুলি শুরু হলে সম্মেলনকক্ষ বাইরে থেকে তালাবদ্ধ করে দেওয়া হয়। সম্মেলন থেকে সে সময় কাউকে বের হতে নিষেধ করে পুলিশ।
ইসলামবিরোধী ডাচ রাজনীতিবিদ গ্রিট উইল্ডার্স সম্মেলনে যোগ দেন।
টুইটারে তিনি জানিয়েছেন, সম্মেলনে গোলাগুলি হয়েছে। তবে তিনি নিরাপদে সম্মেলন ছেড়ে আসতে পেরেছেন। আরো কয়েকজন নিরাপদে সম্মেলনস্থল ত্যাগ করতে পেরেছেন।
এদিকে এখনো নিশ্চিত হওয়া যায়নি, দুই বন্দুকধারীর গুলি ছোড়ার সঙ্গে সম্মেলনের কোনো সম্পর্ক আছে কি না। (তথ্যসূত্র : বিবিসি অনলাইন)