মাও সেতুংয়ের ছবিতে কালি ছেটানোয় কারাদন্ড !

চীনের রাজধানী বেজিংয়ে মাও সে তুংয়ের বিখ্যাত একটি ছবিতে কালি ছেটানোর দায়ে এক ব্যক্তির চোদ্দ মাসের কারাদন্ড হয়েছে।

বেজিংয়ে তিয়েন আন মেন স্কোয়ারে মাওয়ের ওই বিখ্যাত ছবিটি দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসেন।
ওই ছবিটির সামনে দাঁড়িয়ে সেলফি তোলাও ইদানীং খুবই জনপ্রিয়।

চীনের সংবাদমাধ্যম জানাচ্ছে, গত বছর যখন বেজিংয়ে চীনের পার্লামেন্টের বার্ষিক অধিবেশন চলছিল তখনই ওই ছবিটিতে কালি ছেটানোর ঘটনাটি ঘটে।

সুন বিং নামে এক ব্যক্তি আচমকা ছবিটির ওপর কালি ঢেলে মাওয়ের মুখটি বিকৃত করে দেন বলে চীনা মিডিয়াতে রিপোর্ট করা হয়। তবে তখন তার নাম প্রকাশ করা হয়নি।

ওই ঘটনার বিচার শেষে এতদিনে চীনের একটি আদালত সুন বিংকে চোদ্দ মাসের জেলের সাজা দিয়েছে – আর তার পরই তার নামটি প্রকাশ পেয়েছে।

১৯৪৯ সালে চীনে বিপ্লবে নেতৃত্ব দিয়ে মাও যখন সে দেশে কমিউনিস্টদের ক্ষমতায় এনেছিলেন, তখন থেকেই তাঁর প্রকান্ড ছবিটি তিয়েন আন মেন স্কোয়ারের সামনে টাঙানো আছে। সূত্র: বিবিসি

Scroll to Top