ধর্ষণ

মায়ের নির্দেশে দুবোনকে লাগাতার ধর্ষণ দুই ভাইয়ের !

মায়ের নির্দেশে তাদেরই দুই ভাই গত তিন বছর ধরে তাদের ধর্ষণ করে গিয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ জানাল দুই বোন। অভিযোগকারী দুবোনের একজন আবার নাবালক। চাঞ্চল্যকর অভিযোগের ভিত্তিতে দুই ভাই ও তাদের ৫৩ বছর বয়সি মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ওয়াদালা ট্রাক টার্মিনাল থানার সিনিয়র ইনসপেক্টর সুহাস গারুদ জানিয়েছেন, দিনের পর দিন অত্যাচারের শিকার হয়ে দুই বোন তাদের এক প্রতিবেশীকে সব জানায়।তিনি একটি এনজিও চালান।তিনিই পুলিশকে ঘটনাটি জানান।দুটি মেয়েকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান গারুদ।

প্রাথমিক তদন্তে প্রকাশ, মেয়েদুটির মা তাদের ভাইদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে বাধ্য করেছেন। তাছাড়া তিনিও মেয়েদের ওপর অত্যাচার করতেন, সেকথা যেন কাউকে না জানায়, সেজন্য ভয় দেখিয়ে হুমকিও দিতেন ওদের।

যৌন নিগ্রহ থেকে নাবালক সুরক্ষা আইন ও ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ অনুচ্ছেদের আওতায় মামলা রুজু করা হয়েছে ভাইদের বিরুদ্ধে।মায়ের বিরুদ্ধে ধর্ষণে প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এদিন তিনজনকেই ২৭ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত। সুত্র: আনন্দবাজার

Scroll to Top