মিয়ানমারের ‘ছায়া সরকার’ দেশটির ক্ষমতা দখলকারী সামরিক জান্তার বিরুদ্ধে ‘জনতার প্রতিরোধ যুদ্ধ’ ঘোষণা করেছে।
দ্য ন্যাশনাল ইউনিটি গভার্নমেন্ট (এনইউজি) নেতা দুব্বা লাশি লা ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। এতে তিনি বলেছেন, গণতান্ত্রিক শাসন পুনপ্রতিষ্ঠার আগ পর্যন্ত মিয়ানমারের সর্বোত্র জরুরি অবস্থার মধ্যে থাকবে।
দেশের প্রতিটি প্রান্তে ‘সামরিক সন্ত্রাসীদের’ প্রতিহত করতে সকল নাগরিককে আহ্বান জানিয়েছেন দুব্বা।
একই সাথে পুলিশ এবং সৈন্যদেরকে জান্তার পক্ষ ত্যাগ করে দ্য ন্যাশনাল ইউনিটি গভার্নমেন্ট এনইউজি’র সেনাশক্তি পিডিএফ -এ যোগ দেয়ার আহ্বান জানান।
প্রায় ২৫০০ সেনা ও পুলিশ সদস্য সামরিক জান্তাকে ত্যাগ করে এই আন্দোলনে যোগ দিয়েছেন।
তিনি জনগনকে অতি দরকার না হলে চলাচল থেকে বিরত থাকা এবং অপরিহার্য খাদ্যদ্রব্য ও মৌলিক প্রয়োজনীয় দ্রব্যাদি মজুদ রাখার পরামর্শ দিয়েছেন।
কিছু শক্তিশালী নৃগোষ্ঠী এ আহ্বানের প্রতি সমর্থন ব্যক্ত করেছে।
ফেব্রুয়ারিতে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমার উত্তপ্ত হয়ে আছে।
প্রতিবাদীদের ওপর সামরিক বাহিনীর নির্মম অভিযানে এক হাজারের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার গ্রেফতার হয়েছেন।