মোদীর আহ্বানে যোগব্যায়ামে হাজারো মানুষ

আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষ্যে রোববার সকালের এই গণ-জমায়েতকে কেন্দ্র করে রাজধানী দিল্লির নিরাপত্তা বাড়ানো হয়েছে।
কয়েক হাজার পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্যকে নিয়োজিত রাখা হয়েছে।
শহরের কিংস এভিনিউর রাজপথে প্রধান অনুষ্ঠান স্থলে রং বেরং এর কয়েক হাজার শতরঞ্জি বিছিয়ে দেয়া হয়।

ভারতের দিল্লিতে ইয়োগা দিবসের ভোরবেলায় রাজপথে যোগ্যব্যায়ামের আয়োজন করা হয়।
আর সেখানে ইয়োগা অনুশীলনে যোগ দিয়ে অংশগ্রহণকারীদের বিস্মিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
যোগব্যায়ামের একজন অনুরাগী মিস্টার মোদী নিজেই জানিয়েছেন, তিনি প্রতিদিনই প্রাচীন ভারতীয় এই শিল্পের চর্চা করে থাকেন।
২১শে জুনকে আন্তর্জাতিক ইয়োগা দিবস হিসেবে ঘোষণার জন্য জাতিসংঘে আহবান জানিয়েছিলেন মিস্টার মোদী নিজেই।

Exit mobile version