রাশিয়ার বক্সিং রিং এ নিষিদ্ধ হচ্ছে স্বল্পবসনা নারী

বক্সিং ম্যাচের রিং এ স্বল্পবসনা নারীদের বিচরণ এক পরিচিত দৃশ্য, কিন্তু রাশিয়ায় তাদের নিষিদ্ধ করার পরিকল্পনা চলছে।
রাশিয়ায় বক্সিং ম্যাচের আয়োজক এবং প্রচার সংস্থা ‘মীর বকসা’র প্রধান বলেছেন, ভবিষ্যতে রাশিয়ার বক্সিং রিং এ এরকম স্বল্পবসনা মেয়েদের প্রদর্শনী বন্ধ করা হবে।
তিনি বলেন, সব জাতি এবং সব ধর্মের মানুষ যাতে বক্সিং ম্যাচ উপভোগ করতে পারে, সেজন্যেই তারা এই ব্যবস্থা নিচ্ছেন।
মীর বকসার প্রধান আন্দ্রে রায়বিনস্কি বলেন, ‘মুসলিমরাও বক্সিং ম্যাচে অংশ নিতে আসছে, আমরা তাদের মূল্যবোধকে শ্রদ্ধা করতে চাই। আর বক্সিং রিং তো স্ট্রিপ ক্লাব নয়। এটা খেলাধূলার জায়গা।”
উল্লেখ্য বক্সিং রিং এ স্বল্পবসনা নারীরা মূলত কোন রাউন্ডের খেলা শুরু হচ্ছে তার সাইনবোর্ড দর্শকদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখান।
তবে এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেকে।
‘মুষ্টিযুদ্ধ হচ্ছে একটা বিনোদন, যা ধর্মীয় সীমানার বাইরে। কেউ যদি এটা পছন্দ না করেন, না আসলেই পারেন’ মন্তব্য করেছেন একজন।
‘খোলামেলা পোশাকের মেয়েদের ছাড়া তো বক্সিং ম্যাচের কথা ভাবাই যায় না’, মন্তব্য করেছে আরেকটি সংবাদপত্র।

সূত্র: বিবিসি

Scroll to Top