লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের বিরুদ্ধে মামলা

ভারতের লিটল মাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। টেলিভিশনের বাণিজ্যিক বিজ্ঞাপনে উপস্থিত হয়ে ‘ভারত রত্নে’র মর্যাদাকে সাবেক ক্রিকেটার শচীন যথাযথভাবে সম্মান দিচ্ছেন না এমন অভিযোগে মামলাটি দায়ের করেন ভিকে নাসওয়াহ।

খবরে বলা হয়, শচীনের ওই সম্মান ফিরিয়ে নেওয়ার জন্য ভারতের মধ্যপ্রদেশের আদালতে অভিযোগ করেন ভুপালের ওই নাগরিক।

ভিকে নাসওয়াহ তার অভিযোগে আদালতকে জানিয়েছেন, টিভি বিজ্ঞাপনে শচীনের এমন উপস্থিতি কোনোভাবেই স্বস্তিদায়ক নয়। এ কারণে হয় তিনি নিজেই ‘ভারত রত্ন’ ফেরৎ দিক বা সরকারের উচিৎ তা ফিরিয়ে নেওয়া। বাণিজ্যিক উদ্দেশ্যে এই সম্মানের ব্যবহার পুরোপুরি অবৈধ।

নাসওয়াহর অভিযোগ গুরুত্বের সঙ্গেই গ্রহণ করেছে মধ্যপ্রদেশ আদালত। এরই মধ্যে আদালত এসিস্ট্যান্ট সলিসিটর জেনারেলকে নির্দেশ দিয়েছেন, অভিযোগটি খুঁটিয়ে দেখে এক সপ্তাহের মধ্যে আদালতে রিপোর্ট জমা দেওয়ার জন্য।

৪২ বছর বয়সী শচীন বর্তমানে ১২টিরও বেশি কোম্পানির ব্র্যান্ডের টিভি বিজ্ঞাপনে কাজ করছেন। এর মধ্যে রয়েছে আভিভা লাইফ ইন্সুরেন্স, বুস্ট ও এমআরএফ। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এই ক্রিকেটার।
খবর জিনিউজের

Scroll to Top