১৪২ আরোহী নিয়ে ফ্রান্সে বিমান বিধ্বস্ত

জার্মানি থেকে স্পেন যাওয়ার পথে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে জার্মানির একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ফ্রান্সের ডাইন অঞ্চলের কাছে আল্পস পর্বতমালা এলাকায় জার্মানউইংস এয়ারবাস এ৩২০ নামের ওই বিমানটি আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর বেলায় বিধ্বস্ত হয়।

 

বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ১৪২ জন যাত্রী ও ৬ জন ক্রুসহ মোট ১৪৮ জন আরোহী ছিলেন।
Scroll to Top