আলজাজিরার সাংবাদিককে আটক করেছে ইসরাইলি পুলিশ

আলজাজিরার সাংবাদিককে আটক করেছে ইসরাইলি পুলিশ

অবরুদ্ধ পূর্ব জেরুজালেমের নিকটবর্তী এলাকা শেখ জাররাহ থেকে গিভারা বুদেইরি নামে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক নারী সাংবাদিককে আটক করেছে ইসরায়েলি পুলিশ।

শনিবার (৫ জুন) তাকে আটক করা হয়। এ সময় তাকে মারধর এবং সংবাদ সংগ্রহে ব্যবহৃত জিনিসপত্র ভাঙচুর করা হয়। খবর আল-জাজিরা।

গিভারা বুদেইরি আলজাজিরার জেরুজালেম প্রতিনিধি হিসেবে কর্মরত।

জেরুজালেম থেকে আলজাজিরার আরেক সংবাদকর্মী হোদা আবদেল হামিদ জানিয়েছেন, বুদেইরিকে কোনো কারণ ছাড়াই আটক করা হয়েছে এবং তখন তার গায়ে ‘প্রেস’ লেখা জ্যাকেট ছিল। এমনকি হয়রানি এড়াতে তিনি ইসরায়েলি কর্তৃপক্ষের দেয়া প্রেস কার্ডও দেখিয়েছিলেন পুলিশকে।

তিনি বলেন, তাকে ক্রমাগত ধাক্কানো হচ্ছিল। তখন সঙ্গে থাকা ক্যামেরাম্যান তার কাছে যাওয়ার চেষ্টা করলে ক্যামেরাটিও ভেঙে ফেলা হয়।

এদিকে, ইসরায়েলি পুলিশের দেয়া এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর জন্য হয়রানির কারণ হতে পারেন, এমন সন্দেহে এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে।

উল্লেখ্য গাজায় সাম্প্রতিক বর্বরোচিত হামলার সময় আলজাজিরাসহ কয়েকটি সংবাদমাধ্যমের অফিস বিল্ডিংটি বোমা মেরে গুড়িয়ে দেয় ইসরাইল।

Scroll to Top