তাপপ্রবাহে নিহতের সংখ্যা ১১০০ ছাড়াল ভারতে

ভারতে তাপ্রবাহে নিহতের সংখ্যা ১১০০ ছাড়িয়েছে। দেশের কোনো কোনো স্থানে তাপমাত্রা ৫০ ডিগ্রিতে উঠেছে।

বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গনা এবং অন্ধ্র প্রদেশে। এখানে গত সপ্তাহ থেকে মৃতের সংখ্যা ১১১৮ জনে দাঁড়িয়েছে।

আগামী কয়েক দিনে কোনো কোনো এলাকার তাপমাত্রা কমতে পারে। লোকজনকে ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলীয় ওই দুটি রাজ্যে মধ্য এপ্রিল থেকেই তাপদাহ পরিস্থিতি বিরাজ করলেও বেশিরভাগ মৃত্যু ঘটেছে গত সপ্তাহে।

শুধু অন্ধ্র প্রদেশেই মারা গেছে ৮৫২ জন। এখানে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে।

লোকজনকে ক্যাপ ছাড়া ঘরের বাইরে যেতে নিষেধ করেছে প্রশাসন। বলা হয়েছে প্রচুর পানি করতে।শহরে পানি সরবরাহের জন্য এনজিওগুলোর প্রতি অনুরোধ করেছে প্রশাসন।

তেলেঙ্গনায় মারা গেছে ২৬৬ জন।

চলতি সপ্তাহের শেষের দিকে অন্ধ্র প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সূত্র: বিবিসি

Scroll to Top