ভূমিকম্প বিধ্বস্ত স্কুলগুলো খুলতে শুরু করেছে নেপালে

এপ্রিলের প্রলয়ঙ্করী ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের কয়েক হাজার স্কুল আবার খুলতে শুরু করেছে।
৭।৮ মাত্রার ভূমিকম্প ও তার পরবর্তী কম্পনে রাজধানী কাঠমান্ডু ও এর আশেপাশের জেলার ২৫ হাজারের অধিক ক্লাসরুম ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর মধ্যে অনেকগুলোকেই অস্থায়ী ভিত্তিতে কাঠ, বাঁশ ও ত্রিপল দিয়ে দিয়ে মেরামত করা হয়েছে।
ছাত্রছাত্রীরা বলছে, তাদের অনেক গল্পের কথা মনে পড়ছে, স্কুলে তারা অনেক মজা করত, বাড়িতে একলা বসে থেকে তারা কিছুই করার পেতোনা।
আরেকজন বলছে, একমাস পর সব বন্ধুদের সাথে দেখা হওয়া খুবি আনন্দদায়ক।
প্রলয়ঙ্করী এই ভূমিকম্পে আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে ও কয়েক লক্ষ লোক ঘরহারা হয়েছে।
সূত্রঃবিবিসি

Scroll to Top