সালমানের সেই বডিগার্ডের জীবন কাহিনী

সালমানের জীবন থেকে পাঁচ বছর নষ্ট হয়ে যাচ্ছে। এমন খবরের পর আপনার মন কী কাঁদছে? খুব খারাপ লাগছে সালমানের কারাবাসের কথা ভেবে? তাহলে শুনুন তাঁর কথা যাকে দিয়ে শুরু হয়েছিল সালমানের এই জেলের কাহিনী। এই যে সালমান খানের আজ যে জেলের শাস্তি হলো, তার শুরুটা হয়েছিল তাঁর একটা স্টেটমেন্ট থেকে। তাঁর নাম রবীন্দ্র পাটিল, সালমান খানের বডিগার্ড।

২০০২ সালে সালমানের সাদা রংয়ের টয়োটা ল্যান্ড ক্রুজার বান্দ্রার হিল রোডের আমেরিকান বেকারির সামনের রাস্তায় শুয়ে থাকা একজনকে পিষে দেওয়ার পর এই রবীন্দ্রই প্রথম পুলিশের সামনে মুখ খোলেন। রবীন্দ্রই পুলিশকে জানান, মদ্যপ অবস্থায় সালমানই গাড়ি চালাচ্ছিলেন। সালমানকে তিনি নাকি সেই রাতে মদ খেয়ে গাড়ি চালাতে নিষেধ করেন। রবীন্দ্রের এমন স্টেটমেন্টের পর বিতর্কের ঝড় ওঠে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সালমানকে ডেকে পাঠান।

২০০৬ সালে হিট অ্যান্ড রান কেসে রবীন্দ্রকে ডেকে পাঠায় আদালত। তাঁর পরিবার জানায়, রবীন্দ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরপর পাঁচবার কোর্টের তলবে সাড়া না দেওয়ায় রবীন্দ্রর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মহাবালেশ্বর থেকে ধরা হয় রবীন্দ্রকে। আর্থার রোড জেলে তাঁকে দাগী কয়েদিদের সঙ্গে রাখা হয়। কিন্তু তিনি কেন নিখোঁজ হয়েছিলেন, কেনই বা সাক্ষ্য দিতে চাইছিলেন না তা জানা যায়নি। শোনা যায় তাঁকে নাকি চাকরি থেকে বরখাস্ত করা হয়।

পরে শোনা যায় রবীন্দ্র নাকি তাঁর বয়ান বদল করেন। বলেন সেই রাতে সালমান গাড়ি চালাননি। জেল থেকে ছাড়া পাওয়ার পর রবীন্দ্রকে ঘরে ঢুকতে দেয়নি তাঁর পরিবার। কেউ চাকরিও দেয়নি তাঁকে। হতাশায় ভুগতে শুরু করেন। ২০০৭ সালে সিওরির এক মিউনিসিপ্যাল হাসপাতালে টিবি রোগে আক্রান্ত হয়ে নিঃশব্দে মারা যান রবীন্দ্র। কিন্তু অনেক অনেক প্রশ্ন রেখে যায় সেই মৃত্যু। সত্যি বলার জন্যই কি তাঁর জীবন বিসর্জন দিতে হলো!
সূত্র : জি নিউজ

Scroll to Top