হামলায় নিহত ইসরাইলি সেনা কর্মকর্তা

143

অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলের এক সেনা কর্মকর্তা মারা গেছে। সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ পর্যায়ের কমান্ডারদের সঙ্গে বৈঠকের সময় ওই কর্মকর্তা মারা যান।

লেবাননের আরবি ভাষার আল-আখবর পত্রিকা আজ (শুক্রবার) বিকেলে জানিয়েছে, গোলান মালভূমিতে কথিত ফি সিরিয়ান আর্মির প্রতিনিধি ও জর্দানের একজন সেনা কর্মকর্তার সঙ্গে বৈঠকের সময় জনি নামে ইসরাইলের এ সেনা কর্মকর্তা হামলার শিকার হন এবং মারা যান। তবে হামলায় জর্দানের সেনা কর্মকর্তা ও সন্ত্রাসী কমান্ডারদের ভাগ্যে কি হয়েছে তা ওই প্রতিবেদনে বলা হয় নি।

সিরিয়ার কুনেইত্রা শহরে সরকারি সেনাদের অভিযানের গতি কি করে কমিয়ে দেয়া যায় তার পরিকল্পনা চূড়ান্ত করার জন্য গোলান মালভূমিতে এ বৈঠক চলছিল।  রাজধানী দামেস্ক থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে এ শহরের অবস্থান।

লেবাননের  পত্রিকার খবরে বলা হয়েছে- গিভাতি ব্রিগেডের টেকনিক্যাল ইউনিট থেকে ইসরাইলের এ সেনা কর্মকর্তা ওই বৈঠকে অংশ নেন। মেহেদী হাসান