অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলের এক সেনা কর্মকর্তা মারা গেছে। সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ পর্যায়ের কমান্ডারদের সঙ্গে বৈঠকের সময় ওই কর্মকর্তা মারা যান।
লেবাননের আরবি ভাষার আল-আখবর পত্রিকা আজ (শুক্রবার) বিকেলে জানিয়েছে, গোলান মালভূমিতে কথিত ফি সিরিয়ান আর্মির প্রতিনিধি ও জর্দানের একজন সেনা কর্মকর্তার সঙ্গে বৈঠকের সময় জনি নামে ইসরাইলের এ সেনা কর্মকর্তা হামলার শিকার হন এবং মারা যান। তবে হামলায় জর্দানের সেনা কর্মকর্তা ও সন্ত্রাসী কমান্ডারদের ভাগ্যে কি হয়েছে তা ওই প্রতিবেদনে বলা হয় নি।
সিরিয়ার কুনেইত্রা শহরে সরকারি সেনাদের অভিযানের গতি কি করে কমিয়ে দেয়া যায় তার পরিকল্পনা চূড়ান্ত করার জন্য গোলান মালভূমিতে এ বৈঠক চলছিল। রাজধানী দামেস্ক থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে এ শহরের অবস্থান।
লেবাননের পত্রিকার খবরে বলা হয়েছে- গিভাতি ব্রিগেডের টেকনিক্যাল ইউনিট থেকে ইসরাইলের এ সেনা কর্মকর্তা ওই বৈঠকে অংশ নেন। মেহেদী হাসান