বোনকে সালমানের উপহার

image_197782.salman-storylara_650_031115063201বলিউডের অভিনেতা সালমান খানের বোন অর্পিতা খান খুবই ভাগ্যবতী নারী। তার ভাই বলিউডের শীর্ষ অভিনেতা শুধু এ কারণেই নয়, সালমান তার বোনকে যেভাবে ভালোবাসেন, তাও এক অনন্য নজির। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়া টুডে।
image_197782_0.untitled-1 copy

সালমান খান নানাভাবে তার বোনের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। সম্প্রতি সালমান তার বোনকে নিজ হাতে আঁকা ছবি উপহার দিয়েছেন। এ ছবিগুলোতে নামাজের বিভিন্ন ভঙ্গির ছবি রয়েছে।
ছবিগুলো সালমান নিজ হাতেই এঁকেছেন। সালমান খানের ছবি আঁকার হাত রয়েছে। তিনি এর আগেও নানা ছবি একেছিলেন। সালমান খানের বোনকে উপহার দেওয়া দুটি ছবি সম্প্রতি টুইটারে পোস্ট করেছেন অর্পিতা।

Scroll to Top