অন্তর্বাসের লুকিয়ে রাখা ছিল ৬৫টা সাপ। ব্লাউজে লুকিয়ে রাখা ৬টা টিকটিকি। অথচ প্রথমে দেখে বোঝার উপায় নেই।
তবে কিছুটা অস্বাভাবিক ঠেকায় সন্দেহ হয় এক পুলিশ কর্মীর। তখনই শুরু হয় তল্লাসি। এরপরই চমকে যান সবাই।
বছর ৪২-এর এক মহিলার অন্তর্বাস থেকে কিলবিল করে বের হতে শুরু করে ৬৫টি সাপ। তার আগে ব্লাউজ থেকে বের হয় ৬টা টিকটিকি।
সুইডেনের কাস্টমস দপ্তরের কর্মীদের জেরার মুখে ওই নারী বলেন, তিনি একটা সরীসৃপ ফার্ম করতে চাইছেন। যে কারণে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাপ, টিকটিকি সংগ্রহ করছেন।
‘যেহেতু নিয়মমাফিক সাপ বা টিকটিকি সুইডেনে নিয়ে আসা বারণ তাই লুকিয়ে এই কাজ করেছেন’ যোগ করেন ওই নারী।
ঘটনায় স্তম্ভিত কাস্টমস দপ্তরের কর্মীরা। তারা বলছেন, এভাবেও কোনো জিনিস পাচার করা যায় তা চিন্তা করা কঠিন।